০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২

আফগানদের বিপক্ষে টাইগারদের আজ বাঁচা-মরার লড়াই

আফগানদের বিপক্ষে টাইগারদের আজ বাঁচা-মরার লড়াই  © সংগৃহীত

ডু অর ডাই ম্যাচে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জিতলে সমীকরণের মারপ্যাঁচে টিকে থাকবে টাইগারদের সুপার ফোরের স্বপ্ন। জয় ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই টাইগারদের। জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ। গতকাল প্রথম দল হিসেবে সুপার ফোরে চলে যায় বাবর-রিজওয়ানরা।

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তাই এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। ম্যাচে জয় পেলেও সুপার ফোর নিশ্চিত হবে না। তার জন্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। সে ম্যাচেও যদি আফগানরা হারে তবেই সাকিবদের মিলবে সুপার ফোরের টিকিট।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমের ডাক মেরে সাজঘরে ফেরার পর নাজমুল হোসেন শান্ত মাঠে এসে দলের হালটা শাক্ত হাতেই ধরেছিলেন। 

তবে অন্য প্রান্তে থাকা ব্যাটাররা একে একে আউট হতে থাকলে শান্তর ৮৯ রানের ইনিংসও বাংলাদেশের বড় সংগ্রহের কারণ হতে পারেনি। মাত্র ১৬৪ রানের সংগ্রহ গড়েই নিজেদের ইনিংস শেষ করে হাথুরুর শিষ্যরা। বোলাররা লড়াই করলেও শেষ পর্যন্ত ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে দলের ওপেনিং পজিশনের ব্যর্থতার কারণে কম সমালোচনা হয়নি। যদিও হাথুরু এখনই তাদের ওপর আস্থা হারাতে চান না, ‘টপ-অর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে।’

আপতত হাথুরুর ভাবনাতে ফাইনাল নয় কেবল আফগানিস্তান ম্যাচই, এই ম্যাচ জিতে শিষ্যদের তিনি দ্বিতীয় রাউন্ডে দেখতে চান ‘ফাইনাল নিয়ে ভাবার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি এ ম্যাচ অবশ্যই জিততে হবে। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি শেষ ম্যাচে। ঠিকভাবে প্রতিনিধিত্বও করতে পারিনি নিজেদের। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সেরা খেলা আগামীকাল (আজ) আফগানিস্তানের বিপক্ষে দিয়ে আসতে পারব।’

এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ। 

বুধবার (৩০ আগস্ট) মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণ পয়েন্ট ভাগাভাগি হয়।

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।