২৬৬ রানে অল আউট ভারত
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। বল হাতে পাকিস্তানের হয়ে রীতিমতো তোপ দেগেছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। ৪৮ ওভার ৫ বলে সব কটি ইউকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬৬ রান।
ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা বিরাট কোহলিকে হারিয়ে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে টিম ইন্ডিয়া। আরেক ওপেনার শুভমন গিলও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি। চারে নামা শ্রেয়াস আইয়ারও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।
তবে পাঁচে নামা ঈশান কিষান হার্দিক পান্ডিয়ার সাথে শতক পেরোনো (১৪১ বলে ১৩৮ রানের পার্টনারশিপ) জুটি গড়ে ভারতকে নিয়ে যান সম্মানজনক সংগ্রহের পথে। ৮১ বলে ৮২ রান করে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ঈশান। আর হার্দিক শেষ পর্যন্ত থেমেছেন ৯০ বলে ৮৭ রানে।
পাকিস্তানের হয়ে একাই চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে আরেক পেসার হারিস রউফ নিয়েছেন তিন উইকেট। নাসিম শাহও শেষ পর্যন্ত নিজের ঝুলিতে পুরেছেন তিন উইকেট।