০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬

মেসিকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা হালান্ড

আর্লিং হালান্ড  © সংগৃহীত

উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনা ও সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি। এই দুজনকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্ড।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফ্রান্সের মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আর এই দিনেই ২০২২-২৩ মৌসুমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই মেসি ও ডি ব্রুইনেকে হারিয়ে সেরার মুকুট পরেছেন হালান্ড। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

২০২২-২৩ মৌসুমটা যে রীতিমত স্বপ্নময় ছিল হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড।

মোনাকোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালান্ড বলেন, 'আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।'

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন।

এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।