৩১ আগস্ট ২০২৩, ১৯:৫৭

শুরুতেই তাসকিন-শরিফুলের হানা শ্রীলঙ্কান শিবিরে

নিশাঙ্কাকে আউট করে শরিফুলের উল্লাস  © সংগৃহীত

অল্প পুঁজিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেই পুঁজিতে দলকে আশার আলো দেখোচ্ছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের বোলিংয়ে কিছুটা স্বস্তি এসেছে বাংলাদেশের দলের।  ইনিংসের তৃতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে ছত্রখান করে দেন দিমুথ করুনারত্নের স্টাম্প।

প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছিলেন। মোট ৯ রান দিয়েছিলেন সেই ওভারে। তারপরও ইনিংসের চতুর্থ ওভারে আবারও শরীফুলেই আস্থা রাখলেন সাকিব। শরিফুল অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিয়েছেন উইকেট শিকার করে। রাউন্ড দ্য উইকেট করা ওভারের তৃতীয় বলটি বেরিয়ে যাচ্ছিল পাথুম নিশাঙ্কার কাছ থেকে, তাতে ব্যাট চালিয়েছিলেন তিনি। সামনে ঝুঁকে ভালো ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট তুলে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩১ রান।

পাল্লেকেলেতে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৪ রান করে বাংলাদেশ।  দলের প্রায় সব ব্যাটারদের ব্যর্থতার দিনে অনেকটা একাই লড়াই করেছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তিনি করতে পারেননি সেঞ্চুরি। ৮৯ রান করে ফেরেন বাঁহাতি এই পেসার।

লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন পেসার মাথিশা পাথিরানা। এছাড়া মাহিশ থিকশানা দুটি এবং দুনিথ ওয়েলালাগে, ধনঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকা নেন এক উইকেট।