৩১ আগস্ট ২০২৩, ১৬:৩৬

সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

আউট হয়ে মাঠ ছাড়ছেন সাকিব  © সংগৃহীত

দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামাল মাঠে নামেন অধিনায়ক সাকিব। কিন্তু তিনি স্থায়ী হন মাত্র ১৩ বল ও ৫ রানের জন্য।

মাথিশা পাথিরানার শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। সাকিব আউট হওয়ার সময় বাংলাদেশ দলে স্কার ছিল ১১ ওভারে ৩৭ রানে ৩ উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান।

পাল্লেকেলেতে ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার মাহিশ থিকশানা হাতে বল তুলে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাকে হতাশ করেননি থিকশানা। নিজের দ্বিতীয় বলেই তানজিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই স্পিনার। শেষ বলটি আউটসাইড লেগে পিচ না করলে নাজমুল হোসেন শান্তকেও শিকার করে ফেলতেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ওপেনার ও ১৬তম ব্যাটার হিসেবে অভিষেকেই ডাক মারলেন তানজিদ। এর আগে সবশেষ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে অভিষেকেই শূন্য রানে ফিরেছিলেন রফিকুল ইসলাম। অষ্টম ওভারে নাঈমকে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৩ বলে ৩ চারে ১৬ রান করেন নাঈম।