বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের টিকেট প্রথম দিনেই শেষ

বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের টিকেট প্রথম দিনেই শেষ
বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের টিকেট প্রথম দিনেই শেষ   © সংগৃহীত

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। খেলা অনুষ্ঠিত হবে ৪৮টি। আর এই টুর্নামেন্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। এদিকে প্রথমদিনই শেষ কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট।

এবার ঘরে বসেই বিশ্বকাপ ম্যাচের টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। গেল ১৫ আগস্ট থেকেই আইসিসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারাই কেবল অনলাইনে টিকিট কিনতে পারবেন। এছাড়া এবার যেহেতু বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তাই টিকিট বিক্রির প্ল্যাটফরম হিসেবে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশো (BookMyShow) থেকেও ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচের টিকিট কেনা যাবে। ধাপে ধাপে সাত দফায় ছাড়া হবে বিশ্বকাপের ৫৮টি ম্যাচের টিকিট।

এদিকে শুক্রবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। চাহিদার তুঙ্গে বাংলাদেশের ম্যাচ। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ কলকাতায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট।

মূলপর্বের টিকিট বিক্রি চলতি মাস থেকে শুরু হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাবে আগামী ১৫ সেপ্টেম্বর। এবারের বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফলে সরাসরি উপস্থিত হয়ে টিকিট কাটা বাধ্যতামূলক। টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন আইসিসির বাণিজ্যিক সহযোগী ‘মাস্টারকার্ড’ এর ব্যবহারকারীরা। তাদের জন্য বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। যেখানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে বিশ্বকাপের টিকিট বুক করতে পারবেন।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রিকেটের জনপ্রিয়তা। বেড়েছে খেলাটিকে কেন্দ্র করে জুয়া ও জুয়াড়িদের ব্যস্ততাও। হাইস্পিড ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে তাতে নতুন মাত্রা যোগ করেছে অনলাইন বেটিং। এশিয়া কাপ আর তারপর বিশ্বকাপ।

ক্রিকেটের দুই বড় টুর্নামেন্টকে সামনে রেখে এবার অনলাইন বেটিং প্রতিরোধে মাঠে নেমেছে ভারত। এশিয়া কাপ ও বিশ্বকাপের সময় টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপন ও এর প্রমোশনাল কনটেন্ট প্রচারে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: আরও একটি বিশ্বরেকর্ডে বাবর আজম

শুক্রবার (২৫ আগস্ট) ভারতের তথ্য ও প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এই সতর্কবার্তায় বলা হয়, ম্যাচ চলাকালীন গণমাধ্যম এমনকি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনলাইন বেটিংয়ের কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অন্যথায় আইনগত পদক্ষেপ নেবে প্রশাসন।

কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে দেখে নিন:

২৫ আগস্ট :  ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট

৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট

১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট

২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট

৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট


সর্বশেষ সংবাদ