নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের দল ঘোষণা
কাতার বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। আগামী মাস থেকে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন মনে রেখে প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন নেইমার। চোট কাটিয়ে সুস্থ হওয়ার পরেই দলে ফিরেছেন সদ্য আল হিলালে নাম লেখানো এই উইংগার। তবে বাদ পড়েছেন ওয়েস্টহ্যামের লুকাস পাকেইতা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য শুক্রবার (১৮ আগস্ট) দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো জিনিস। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর তিনটি ম্যাচ খেলেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনোটিতে স্কোয়াডেই ছিলেন না নেইমার। তবে সম্প্রতি পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়া এই তারকার বাছাইয়ের দলে ফেরাটা একরকম নিশ্চিতই ছিল।
নেইমার ছাড়াও ঘোষিত দলে ভিনিসিয়ুস, রদ্রিগো, রিচার্লিসন, ক্যাসেমিরো ও অ্যালিসনের মতো সেরা তারকারা জায়গা পেয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া বিপক্ষে (৮ সেপ্টেম্বর) ও পেরুর বিপক্ষে (১২ সেপ্টেম্বর) মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২৩ সদস্যের দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম চিয়াগো সিলভা, রাফিনিয়া, লুকাস পাকেতা ও এদের মিলিতাও। গত বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে আছেন চেলসির অভিজ্ঞ ডিফেন্ডার সিলভা। হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার মিলিতাও। বেটিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাকেতাকে। দল ঘোষণার সময় কোচ জিনিস বলেন, তার প্রাথমিক দলে ছিলেন পাকেতা, কিন্তু পরে বাদ দেন।
আরও পড়ুন: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমার এখন আল হিলালের
২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। এর আগ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন দিনিজ। ফ্লুমিন্সের এই কোচের অধীনে এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো পারানায়েনসে)
ডিফেন্ডার: গাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (ইউভেন্তুস), ভেন্দেরসন (মোনাকো), কাইয়ো এইহিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারাশ (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)
ফরোয়ার্ড: আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেউস কুইয়া (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ)