নেইমারকে পেতে আল হিলালের বিশাল প্রস্তাব

নেইমার
নেইমার  © সংগৃহীত

লিওনেল মেসিকে চেয়েছিল আল হিলাল। তাদেরকে হতাশ করে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি। আর তাকে না পেয়ে আরেক পিএসজি তারকা নেইমারের দিকে নজর আল হিলালের। কিছুদিন ধরেই নেইমার জুনিয়রকে নিয়ে সরগরম পুরো ফুটবল বিশ্ব। পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। 

যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি দুপক্ষের কারো থেকেই। তবে প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দিলেন এক চাঞ্চল্যকর তথ্য।  

ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, নেইমার পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। তার দাবি, ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে।

9d922d0b-3c9b-474b-b2f8-6f8ccabcfedf

এদিকে, এবার প্যারিসে আর মন টিকছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। এরমধ্যে আগামী মৌসুমে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে এটা একপ্রকার নিশ্চিত। এবার নেইমারও ক্লাবে থাকতে চান না। নিজের ক্লাব ছাড়ার বিষয়টি পিএসজিকে জানিয়েছেন তিনি। এমন খবরই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রোববার (৬ আগস্ট) নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে। তবে ভাল প্রস্তাব পেলে এখনই ক্লাব ছাড়তে রাজি তিনি। লেকিপ জানিয়েছে, পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মনে উঠে গেছে নেইমারের। এ জন্যই নাকি তিনি পিএসজি ছাড়তে চান। 

নেইমারের বার্সায় ফেরার পথে প্রধান বাঁধা হতে পারে তাঁর উচ্চ বেতন। ফরাসি জায়ান্টদের থেকে বর্তমানে বছরে আড়াই কোটি পাউন্ড বেতন পান তিনি। এত অর্থ খরচ করার মত অর্থনৈতিক পরিস্থিতি স্প্যানিশ ক্লাবটুইর আছে কিনা তাই ভেবে দেখা বিষয়। 


সর্বশেষ সংবাদ