সাকিবের হাতে বিশ্বকাপ উঠুক: রুবেল
আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১১ আগস্ট) এ ঘোষণা দেয় বিসিবি। এর ফলে তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়েছে সাকিবের কাঁধে।
নতুন এ দায়িত্বে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তার নেতৃত্বে সেরাটা দিয়ে ভালো কিছু করবে টিম টাইগার্স, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটন লেখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি, আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।’
উল্লেখ্য, সাকিব আল হাসান প্রথম দফায় ২০০৯ থেকে ২০১১ সালের ভেতর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৫০টি ওয়ানডেতে। এই ৪৯ ম্যাচে দলকে ২৩ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন তিনি। সে সময়টাতে সাকিব দায়িত্ব পেয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজার ইনজুরির কারণে।
সাকিবের নেতৃত্বে ঘরের মাটিতে ২০১১ বিশ্বকাপে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল দেশের ক্রিকেটের এই পোস্টারবয়কে। পরে ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন।