শেখ কামাল বেঁচে থাকলে অলিম্পিকে সফলতা অর্জন সম্ভব হতো: মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, শেখ কামাল যদি আজ বেঁচে থাকতেন আমাদের পক্ষে অলিম্পিকে সফলতা অর্জন করা সম্ভব হতো। তিনি এমন একজন মানুষ ছিলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে তার সাফল্য ছিল সর্বোচ্চ। সেই তখনকার আমলেই তিনি বিদেশ থেকে বাংলাদেশ খেলাধুলা শুরু করেন। তৎকালীন সময়ে তিনি একজন ভালো ক্রিকেট বোলার ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচার মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনুষ্ঠানের সঞ্চালন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান।
এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান জানান, প্রতিহিংসার কারণে শেখ কামালকেও হত্যার শিকার হতে হয়েছে। শেখ কামাল এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নাটকে অভিনয় করতে ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি তার পুরো টিম নিয়ে অভিনয় করে মুগ্ধতা ছড়ান।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, শহীদ শেখ কামালের সঙ্গে মেজর ডালিমের স্ত্রীকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারসহ হত্যা করে জঘন্যতম এবং ঘৃণতম একটি নজির সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ সামনের নির্বাচনে সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভ্যানগার্ড হিসেবে সব সময় রাজপথে থাকবে।