জ্যোতিদের ৩৫ লাখ টাকা পুরস্কার বিসিবির
ভারতের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী দলের জন্য আজ ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজ হয়েছে ১-১ ড্র। ফলে ভারতের মতো শক্তিশালীল দলের সঙ্গে ট্রফি ভাগাভাগি করতে পেরেছে নিগার সুলতানা জ্যোতিরা।
যে কারণে আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য মোট ৩৫ লাখ টাকার অর্থপুরস্কার ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রবিবার (২৩ জুলাই) দুপুরে নারী ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন পাপন। এরপরই সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তিনি বিশাল পরিমাণের অর্থপুরস্কার ঘোষণা করেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ফারজানা
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার।’