২১ জুলাই ২০২৩, ১৬:০৭

বান্ধবীসহ ডাকাতির কবলে পিএসজি গোলরক্ষক, কোটি টাকার অলঙ্কার লুট

বান্ধবী এলেসিয়ার সঙ্গে দোনারুমা  © ফাইল ছবি

প্যারিসের নিজ ফ্লাটে বন্ধবীসহ ইতালি ও পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা ডাকাতি ও হামলার শিকার হয়েছেন। এসময় ডাকাতরা ৬ কোটি টাকা সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। খবর বিবিসি

জানা যায়, প্যারিসের নিজ ফ্লাটে বান্ধবীসহ থাকতেন দোনারুমা। হঠাৎ রাতে একদল ডাকাত তার বাসায় হামলা চালায়। এসময় ডাকাতরা তাদের বেঁধে রেখে স্বর্ণলঙ্কার নিয়ে পালয়ে যায়। পরে তারা কোনোরকমে বাঁধন খুলে পাশের একটি একটি হোটেলে আশ্রয় নেন। এসময় হোটেল কর্মচারীরা স্থানীয় পুলিশকে জানান। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলায় দোনারুমা হাতে হালকা আঘাত পেলেও তার বান্ধবী এলিসা অক্ষত রয়েছেন।

আরও পড়ুন: ছেলের নাম ‘মেসি’ রাখবেন নেইমার

প্যারিসের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, দোনারুমার বাসায় ডাকাতির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের বিশেষ বিআরবি পুলিশ ইউনিট সশস্ত্র এই দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে।

দুর্বৃত্তরা ৫ লাখ ইউরো সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়েছে। যা বাংলাদেশী টাকায় ৬ কোটি ৭ লাখ টাকার বেশি।

ইতালির এই গোলরক্ষক দোনারুমা দুই বছর আগে প্যারিসে আসেন। ক্লাবের প্রাক মৌসুমের জন্য তৈরি হতে শুক্রবার পিএসজির স্কোয়াডে তার যোগ দেওয়ার কথা ছিল।