২০ জুলাই ২০২৩, ১৫:৫২

তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল

বাংলাদেশ ফুটবল দল  © ফাইল ছবি

ফিফা র‌্যাঙ্কিংয়ে আরো তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১৯২তম স্থান থেকে লাল সবুজ দল এবার ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে। ১৪ বছর পর দলটি এবার সেমিফাইনাল খেলেছে। 

জামাল ভূঁইয়ার দল এবার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে মন মাতানো ফুটবল খেলেছে।  শুরুতে লেবাননের কাছে হারলেও পরে ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে টিকে থাকে টুর্নামেন্টে। 

আরও পড়ুনঃ ‘আমার বন্ধু তাসকিন’, সিকান্দার রাজার পোস্ট

তারপর আবার একই স্কোরলাইনে হারায় ভুটানকে। বি গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজ দল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিলেও অতিরিক্ত সময়ে জামাল ভূঁইয়াদের কপাল পুড়েছে। 

এছাড়া ৪ ধাপ এগিয়ে কুয়েতের অবস্থান ১৩৭, একধাপ এগিয়েছে সাফজয়ী ভারতও; তাদের অবস্থান এখন ৯৯ তম স্থানে। 

বৃহস্পতিবার ফিফা নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে শীর্ষ দশে কোন পরিবর্তন দেখা যায় নি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে। দুই এবং তিনে রয়েছে যথাক্রমে ফ্রান্স এবং ব্রাজিল। 

এছাড়া দশের মধ্যে থাকা অন্য দলসমূহ হলো- ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।