২৭-০ গোলের বিশাল জয় বায়ার্ন মিউনিখের
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রাক-মৌসুমের খেলা নিয়ে ব্যস্ত প্রায় সবকটি দল। বায়ার্ন মিউনিখও লিগ শুরু হওয়ার আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। এরমধ্যে মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় ক্লাব এফসি রোটাখ এগার্নের মুখোমুখি হয়েছিল তারা। যেখানে বায়ার্ন পেয়েছে কল্পনাতীত জয়।
রোটাখকে ২৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। বিপরীতে বায়ার্ন মিউনিখ কোনো গোলই হজম করেনি। দলের তিনজনই দিয়েছেন ১৫টি গোল। বাকি ১২ গোল এসেছে আরও ১০ জনের পা থেকে।
বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেছেন। ৮৯ মিনিটে শেষ গোল করেন সাদিও মানে। প্রথমার্ধেই পাঁচ গোল করেন জামাল মুসিয়ালা।
এছাড়া ম্যাথাস টেল প্রথমার্ধে করেন পাঁচ গোল। সের্গি গিনাব্রি তিন গোল দেন।
দ্বিতীয়ার্ধের নয় গোলের মধ্যে তিনটি করেন ম্যানইউ থেকে ধারের মেয়াদ শেষ করে বায়ার্নে ফেরা সাবিটেজ।
এর আগে ২০১৯ সালে রোটাচ ইগার্নকে ২৩ গোল দিয়েছিল বাভারিয়ানরা।