আফগান বধে টাইগারদের সিরিজ জয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১০:৪২ PM
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয় জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে ১৭ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১৯ রান।
অন্যদিকে সফরকারীদের প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে। তাদের সে আশায় গুড়ে বালি; বৃষ্টি বন্দনার দিনে সিরিজ টাইগারদের হাতেই উঠল।
বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি দেড় ঘণ্টারও বেশি সময় থমকে ছিল। ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ১৭ ওভারে। আফগানদের ইনিংসের ৭.২ ওভারে নামে বৃষ্টি। পরে খেলতে নেমে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৯ রান ছিল আফগানদের।
বাকি সময়ে সফরকারীরা ৭ উইকেটে করেছে ১১৬ রান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হবে ১১৯ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন তাসকিন। দুটি করে পান সাকিব ও মোস্তাফিজ।
এর আগে টস হেরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল আফগানিস্তান। যেখানো ২১ বলে ২৫ রান করেছেন ওমরজাই।
আর বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন তাসকিন। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। এই জয়ে ২-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬.১ ওভারে ১১৯/৪ (সাকিব ১৮*, শামীম ৭*, হৃদয় ১৯, শান্ত ৪, আফিফ ২৪, লিটন ৩৫) লক্ষ্য ১১৯ রান।
আফগানিস্তান ১৭ ওভারে ১১৬/৭ (রশিদ ৬*, মুজিব ১*, জানাত ২০, আজমতউল্লাহ ২৫, নাজিবউল্লাহ ৫, ইব্রাহিম ২২, নবী ১৬, জাজাই ৪, গুরবাজ ৮)।