টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এসেছে দুটি পরিবর্তন
সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচে দলে এসেছে পরিবর্তন। ওপেনার রনি তালুকদারের জায়গায় একাদশে ঢুকেছেন আফিফ হোসেন। একাদশে নেই আগের ম্যাচের জয়সূচক শট খেলা পেসার শরীফুল ইসলাম। তাঁর জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।
আরও পড়ুন: শিক্ষাকে বহুমাত্রিক করার উদ্যোগ নিতে সব জেলায় বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত , সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, বাফাদার মোমান্দ।