১৪ জুলাই ২০২৩, ১২:৩২

সুপার শপে ঘুরে বাজার করলেন মেসি

সুপার শপে ঘুরে বাজার করলেন মেসি  © সংগৃহীত

ইউরোপের ফুটবল ছেড়ে সম্প্রতি লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। স্বপরিবারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পৌছেছেন মেসি। শীঘ্রই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে তাঁর। এদিকে মিয়ামির হয়ে খেলা শুরু করার আগেই ভিন্ন এক রুপে এলেন এই তারকা। মার্কিন সুপার শপে সাধারণ মানুষের মতোই ঘুরে বাজার করলেন মেসি। 

ইন্টার মিয়ামি ১৬ জুলাই একটি জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে। সে হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভক্ত-সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মেসিকে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এদিন পরিচয় করিয়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত হয়েছে মেসির ম্যুরাল, আঁকা হয়েছে ছবি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় যান মেসি। সেখানে গিয়ে সাধারণ মানুষের মতোই মার্কিন সুপারমার্কেট সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে দেখা যায়। যার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ছবিগুলোতে দেখা যায় একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন মেসি। যেখানে বেশ কিছু মুদি জিনিসপত্র রয়েছে। জেনারেল মিলসের লাকি চার্মস এবং কেলগের 'ফ্রুট লুপস' সহ বিভিন্ন ধরণের জিনিস কিনেন মেসি। 

আরও পড়ুন: অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন: মেসি

এদিকে, যুক্তরাষ্ট্রে মেসির একটি ম্যুরালে তুলির আঁচড় দিয়েছেন কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার তথা ইন্টার মিয়ামির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম। যাতে দেখা যাচ্ছে, ক্রেনে চড়ে মেসির ম্যুরালে  কারুশিল্পীর কাজ তদারকি করছেন বেকহ্যাম। সোমবার (১০ জুলাই) বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা যাচ্ছে মেসির দাঁতগুলোতে সাদা রং করা হচ্ছে। বেকহ্যাম নিজেও মেসির দাঁতে তুলির আঁচড় দিয়েছেন। কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার তথা ইন্টার মিয়ামির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, ডেভিড দারুণ কাজ করছে। আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি।

মেসি ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে। 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির জন্য অপেক্ষায় রয়েছে ইন্টার মিয়ামির সমর্থকেরা। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামি জার্সিতে অভিষেক হতে পারে এলএমটেনের। মেসি মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়।