১২ জুলাই ২০২৩, ১১:৪৩

নীল-সাদা জার্সিতে ‘টিম ইন্ডিয়া নাকি ড্রিম ১১?’ ক্ষুব্ধ ভক্তরা

ভারতের নীল-সাদা জার্সি দেখে ক্ষুব্ধ ভক্তরা  © সংগৃহীত

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নতুন টেস্ট জার্সি পড়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেন। এছাড়াও তার সতীর্থদের একই জার্সি পড়ে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জার্সিটিতে ভারতীয় দলের নামের পরিবর্তে ড্রিম ইলেভেনের নাম দেখে ক্রিকেট প্রেমীরা রীতিমতো বিরক্তি প্রকাশ করেন। অনেকেই ভারতীয় দলের জার্সিতে ড্রিম ইলেভেনের লোগোটি জুয়া খেলাকে প্রশ্রয় দিচ্ছে বলে উল্লেখ করেন।

বুধবার (১২ জুলাই) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রতিযোগিতায় মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে নতুন স্পন্সরের লোগো নিয়ে বানানো জার্সিতে রোহিত-কোহলিদের দেখা মিলবে। তবে তার আগে সেই জার্সি নিয়ে নেটদুনিয়ায় ট্রল ও তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে স্পন্সর প্রতিষ্ঠানটি একেবারেই নতুন কেউ নয়, আইপিএলেও উপস্থিতি ছিল তাদের। গত ১ জুলাই বিসিসিআই ড্রিম এলেভেনকে তাদের নতুন স্পন্সর হিসেবে ঘোষণা দিয়েছিল। 

টেস্ট ক্রিকেটের জার্সি মানেই ধবধবে সাদা। এই ছবিই গাঁথা রয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বদলে গেল টিম ইন্ডিয়ার জার্সি। কয়েকদিন আগেই ভারতের জার্সির প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। 

এবার তাই টিম ইন্ডিয়ার নতুন জার্সির সামনে জ্বলজ্বল করছে ড্রিম১১ লোগো। তাও আবার লাল রংয়ের। সাদা টেস্ট জার্সিতে লাল রংয়ের এই ড্রিম ১১ এর লোগো মোটেও মনে ধরেনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। যে কারণে, টিম ইন্ডিয়ার নতুন জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারত যে জার্সি পরেছিল, তার সামনে দেশের নাম ছিল। নতুন জার্সিতে দেশের নামের জায়গায় ড্রিম ইলেভেন লেখা দেখেই মূলত এই সমালোচনার ঝড় চলছে। এক ভক্ত দাবি করেছেন, ‘টাকার জন্য দেশের নামই মুছে দিল বিসিসিআই।’ কেউ আবার লিখেছেন, ‘ভারতের হয়ে খেলবে নাকি ড্রিম ইলেভেনের হয়ে?’

টিম ইন্ডিয়ার এক সমর্থক টুইটারে লিখেছেন, ‘ড্রিম ১১ এর থেকে স্টার, বাইজুস লেখা জার্সি অনেক ভালো ছিল। পুরনো সাহারা জার্সিও ফিরিয়ে আনলে ভালো হত।’

চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও স্পনসর ছাড়াই খেলেছিল ভারত। সেই সময় টিম ইন্ডিয়ার জার্সিতে বড় করে লেখা ছিল INDIA। একাধিক ক্রিকেট সমর্থক নতুন ড্রিম ১১ লেখা জার্সি দেখে স্পনসর ছাড়া ওই জার্সিটিকে বেশি ভালো বলছেন।