বড় ব্যবধানে হারের মুখে বাংলাদেশ

ব্যাটিং করছেন সাকিব আল হাসান
ব্যাটিং করছেন সাকিব আল হাসান  © ফাইল ফটো

৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা বাংলাদেশ। ৮৯ রানে ৬ তালমাটাল টাইগার ব্যাটাররা। লিটন দাস জীবন পান একবার। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বাঁচলেন। এরপর ফজলহক ফারুকির বলে পরাস্ত হন ভালোভাবেই। জোরালো আবেদন হয়নি। বারকয়েক এমন নড়বড়ে ব্যাটিংয়ের পর লিটন নিজেকে শুধরে নিতে পারেননি। আউট হয়েছেন বাজেভাবে।

আফগান পেসার ফারুকিকে পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ১৩ রান।

এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১ রান করে। মুজিব উর রহমানের ঘূর্ণি বল বুঝতে না পেরে স্টাম্প উড়ে যায় শান্তর। ২৭ বলে ৯ করেন দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ, তার স্টাম্প উড়িয়েছেন ফারুকি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২২ ওভারে ৮৯। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ২২ বলে ১৪ এবং মেহেদি মিরাজ ১১ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন। 

এর আগে ওপেনিং জুটিতে ২৫৬ তোলা ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ঠিকই বড় সংগ্রহ গড়ে ফেলেছে আফগানরা। ৯ উইকেটে তুলেছে ৩৩১ রান।


সর্বশেষ সংবাদ