তামিমের বিদায়ে সৌম্যর আবেগঘন বার্তা

তামিম ইকবাল এবং স্যেম্য সরকার
তামিম ইকবাল এবং স্যেম্য সরকার  © ফেসবুক হতে সংগৃহীত

১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে খ্যাত তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এ তারকা।

তামিমের এ হঠাৎ বিদায়ের ঘোষণা এখনও মেনে নিতে পারেননি ক্রিকেট সংশ্লিষ্টদের একটি বড় অংশ। অনেকেই বলছেন বিশ্বকাপের আগে তামিমের এ ধরনের সিদ্ধান্ত জাতীয় দলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এ তারকার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার সতীর্থরাও।

ওপেনিংয়ে তামিমের একসময়ের সঙ্গী সৌম্য সরকার লিখেছেন, বিদায় বলাটা আমাদের জীবনেরই অংশ। তাই এটি নিয়ে দুঃখ নেই। এর পরিবর্তে ভালো স্মৃতিগুলো রোমন্থন করি এবং সুন্দর ভবিষ্যতের জন্য সামনে তাকাই। আপনি আমাদের সঙ্গে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আমরা সবাই আপনাকে মিস করব। নতুন গন্তব্যে আপনার যাত্রা দারুণ হোক৷ সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আরো পড়ুন: ১৬ বছরের ক্যারিয়ারে তামিমের যত অর্জন

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।

তামিম ইকবালই একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী এবং প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন। বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।

 


সর্বশেষ সংবাদ