২৫ জুন ২০২৩, ১৪:২৫

আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার!

আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার!
নেইমার  © সংগৃহীত

লিওনেল মেসি আল-হিলালকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন। তবে মেসিকে হাতছাড়া হওয়ার পর এবার পিএসজিতে তার সতীর্থ ও ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল। কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, নেইমার আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন। 

শনিবার (২৪) ফোর্বসের এক আর্টিকেলে বলা হয়, আল-হিলাল এমন একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, যা ‘টক অব দ্য ওয়ার্ল্ডে’ পরিণত হবে। সৌদি আরবের বিখ্যাত সংবাদিক আহমেদ আল আজলান এমনটিই মনে করছেন। বিষয়টি নিয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি। 

ফোর্বসের ওই আর্টিকেলে আরও বলা হয়েছে, আজলানের এমন বার্তার পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর দিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, সেই খেলোয়াড়টির নাম সম্ভবত নেইমার। 

ওই দুই সাংবাদিক সরাসরি উল্ল্যেখ না করলেও যে রহস্য তৈরি করেছেন তাতে ধারণা পাওয়া যাচ্ছে, সেই খেলোয়াড় নেইমার ছাড়া আরও কেউই নয়। সৌদি আরবের ক্লাব পরিকল্পনা নিয়ে আজলানের বরাত দিয়ে ফোর্বস উল্ল্যেখ করেছে, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। যেখানে প্রতি ক্লাবে তিনজন জনপ্রিয় খেলোয়াড়কে ভেড়ানোর কথা রয়েছে।

আরও পড়ুন: মেসিকে না পেয়ে নেইমারের দিকে হাত বাড়াল আল-হিলাল

পিআইএফের নেয়া দায়িত্ব ইতোমধ্যে বাস্তবেও রূপ নিতে শুরু করেছে। আল-নাসরে রোনালদো, আল-ইত্তিহাদে করিম বেনজেমা ও এনগোলো কন্তে যোগ দিয়েছেন। এখনও দেশটির বিভিন্ন ক্লাবে অনেক তারকা খেলোয়াড়ের যোগ দেয়ার বার্তা পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মেসিকে নিতে ব্যর্থ হলেও নেইমারকে ভিড়িয়ে সেই বার্তা আরও শক্তিশালী করতে প্রস্তুত সৌদি আরব।

কাতার বিশ্বকাপের পরে ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। এরপরে গুঞ্জন উঠেছিল, মেসিও যাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘোষণা দেন। এ দিকে ব্রাজিল তারকা নেইমারকে নিয়েও সৌদিতে যাওয়ার খবর বের হচ্ছে।

২০১৭ সালে বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। চোট সমস্যায় জর্জরিত নেইমার ক্লাবটিতে একটি মৌসুমও ইনজুরিমুক্ত ভাবে খেলতে পারেননি। চলতি মৌসুমেও ইনজুরির কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে তিনি। অবশ্য তার আগে ভালোই খেলেছেন। লিগে ২০ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১ গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে পিএসজির জার্সিতে ২৯ ম্যাচে ১৮ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।