২৪ জুন ২০২৩, ২০:০১

অবশেষে পিএসজি ছাড়ার কারণ জানালেন মেসি

লিওনেল মেসি  © সংগৃহীত

পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে অফিশিয়ালি ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তি ছিল। চুক্তিটা বাড়ার কথা থাকলেও হঠাৎই শোনা যায় পিএসজি ছাড়ছেন মেসি।  মূল কারণ হিসেবে জানা যায় কিছু সমর্থকের আচরণে বীতশ্রদ্ধ হয়ে পড়েন লিওনেল মেসি।

 ফ্রান্সের এক টিভি চ্যানেলে মেসি বলেছেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তারপর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করেন তারা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশিরভাগ সমর্থকই আমাকে ভালবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।’

আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষায় চমক একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীর

শুধু তার সঙ্গে নয়, পিএসজি সমর্থকদের একটা অংশ এমবাপে আর নেইমারের সঙ্গেও একই আচরণ করেছেন মনে করিয়ে মেসি বলেন, ‘আমি চাইনি কোনও বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপে এবং নেইমারের সঙ্গেও একই কাজ করেছেন তারা। এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন, তাদের ভুলব না। প্রথম থেকেই তারা আমার পাশে ছিলেন।’

আগেও টুকটাক অসদারচণ ছিল সমর্থকদের। সেটা ভয়াবহভাবে বেড়ে যায় ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর। মেসি মাঠে নামলেই বিদ্রুপের শিকার হতে থাকেন। যেটা চলেছে মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত।

এ দিকে, ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপেকেও অন্য ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি এমবাপেকে বলেছিলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’