শান্তর পর মমিনুলের সেঞ্চুরি, ৬৬২ রানের লক্ষ্য আফগানদের

সেঞ্চুরির পর মমিনুল হক
সেঞ্চুরির পর মমিনুল হক  © সংগৃহীত

রাজধানীর মিরপুরে একমাত্র টেস্টের তৃতীয় দিন সফরকারী আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। শান্তর পর ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়ে সেঞ্চুরিরে দেখা পেয়েছেন মুমিমুল হকও। এ দুই ব্যাটারের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

গত দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পায়নি আফগান বোলাররা।

সাবলীল খেলতে থাকা দুই ব্যাটার বিপদ ডেকে আনলেন দৌড়ে ৩ রান নিতে গিয়ে। দুই রান সম্পন্ন করার পর দুটানায় পড়ে যান জাকির। আর তাতেই যেন সর্বনাশ! ৭১ রান করে জাকির সাজঘরে ফেরায় দিনের প্রথম সাফল্য পায় আফগানিস্তান। 

জাকির ফিরলেও রানরেটে তার প্রভাব পড়েনি। কারণ অপর প্রান্তে থাকা শান্ত একই গতিতে রান তুলেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। প্রথম ইনিংসে ১১৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন। আর এবার তিনি শতক পূরণ করেছেন ১১৫ বলে।

আরো পড়ুন: নীতিমালা পরিবর্তনের পর বেসরকারি মেডিকেল ভর্তিতে ফের বিজ্ঞপ্তি

২ উইকেটে ২৫৫ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারলেন না শান্ত। ৫৪ তম ওভারের প্রথম বলটি পায়ের ওপর ফুল লেন্থে করেছিলেন জহির খান, সেখানে সোজা ব্যাটে খেলতে গিয়ে বল গ্রাউন্ডে রাখতে পারেননি শান্ত তাতে মিডউইকেটে ধরা পড়েন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫১ বলে ১২৪ রান। 

অপরদিকে ১৩ টেস্টে ২৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসের শেষ পর্যন্ত ১২১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ১৪৫ বলে ১২ চার ও ১ ছয়ের সাহায্যে এ রান করেছেন তিনি। এর আগে সবশেষ সেঞ্চুরিটা সেই ২০২১ সালের এপ্রিলে করেছিলেন মুমিনুল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তখন বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি।

জাকির হাসান রানআউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল। জুটি বাঁধেন দুই ইনিংসে সেঞ্চুরি তোলা শান্তর সঙ্গে। দারুণ কিছু শটে ৬৭ বলে তুলে নেন ফিফটি। এরপর দেখা পান সেঞ্চুরিরও। মাঝে তার বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন আফগানরা। তবে সফল হননি।


সর্বশেষ সংবাদ