২৯ মে ২০২৩, ১১:২৩

আইপিএল ফাইনাল: আজও ম্যাচ মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবেন কারা

আইপিএল ফাইনাল ম্যাচ  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) রবিবারের ফাইনাল বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। আজ সোমবার রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে চেন্নাই-গুজরাটের এ দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত আটটায় খেলা শুরু হবে পূর্বের নিয়মেই। তবে যদি আজকেও বৃষ্টির বাগড়া থাকে তাহলে সিদ্ধান্ত গড়াবে কোনদিকে?

আইপিএলের নিয়ম অনুযায়ী রিজার্ভ ডে’তেও যদি খেলা শেষ না করা যায়, তাহলে আইপিএল ফাইনালই পরিত্যক্ত হয়ে যাবে। ফাইনাল পরিত্যক্ত হয়ে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

শিরোপার ক্ষেত্রে লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে ফাইনালের যে দল পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল, তখন তাদের হাতেই উঠবে শিরোপা। তা হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাত টাইটান্স। কারণ, পয়েন্ট তালিকায় গুজরাতই শীর্ষে রয়েছে। রানার্স হবেন মহেন্দ্র সিংহ ধোনিরা।

আইপিএলের ১৬তম আসরের শিরোপানির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রবিবার রাত ৮টায়। তবে আহমেদাবাদে প্রবল বৃষ্টি হওয়ায় টসও করা যায়নি। এ ধরনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা হয়। অন্তত ৫ ওভার করে ম্যাচ চালানোর জন্য ‘কাট–অফ টাইম’ ধরা হয়েছিল ১২টা ৩৬।

তবে রাত এগারটার পরই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি বন্ধ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব হবে না। যে কারণে আম্পায়াররা চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ও গুজরাট কোচ আশিষ নেহরাকে ডেকে খেলা স্থগিতের কথা জানান। এতে উভয় কোচ খুশিমনে হাতও মিলিয়েছেন।

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ধরে নিয়েছেন এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না।

এ বারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গেছে। কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই, ধরমশালা, মোহালি, লখনউ, বেঙ্গালুরু- কোথাওই এর ব্যতিক্রম হয়নি। কিন্তু রবিবার আমদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা।