২৮ মে ২০২৩, ১৭:১৫

প্রথম দুই ক্রিকেটার হিসেবে হার্ভার্ডে শিক্ষাজীবন শুরু বাবর-রিজওয়ানের

বাবর ও রিজওয়ান  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে হার্ভার্ড বিজনেস স্কুলে শিক্ষাজীবন শুরু করছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। তারাই প্রথম ক্রিকেটার যারা হার্ভার্ডের এই এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে শিক্ষাগ্রহণ করবেন।

পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ টুইটারে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এরই মধ্যে করাচি থেকে যুক্তরাষ্ট্র গেছেন তারা। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত স্কুলটিতে ক্লাস করবেন তারা।

আসন্ন এই যাত্রা নিয়ে বেশ উৎসাহী রিজওয়ান। ভবিষ্যতের ক্রিকেট তারকাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ইচ্ছাও প্রকাশ করেছেন এই খেলোয়াড়। রিজওয়ান বলেন, এরকম একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি বিশাল সম্মানের বিষয়। আমরা হার্ভার্ডে বিইএমএস প্রোগ্রামে যাচ্ছি বিশ্বের সেরাদের কাছ থেকে শিখতে। ... আমি নিশ্চিত এটি একটি রোমাঞ্চকর যাত্রা হবে এবং আমি ক্রিকেটের পরবর্তী প্রজন্মের তারকাদের সঙ্গে আমার শেখা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ।

বাবর তার এই যাত্রাকে ব্যবসার জগতে নতুন দিগন্ত খোঁজা এবং ক্রিকেট কমিউনিটি বৃদ্ধিতে অবদান রাখার সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি নিজেকে আজীবন একজন শিক্ষার্থী মনে করি এবং আমি এই প্রোগ্রাম সম্পর্কে প্রফেসর এলবারসে এবং রেহমানির সাথে বিশদ আলাপ করেছি।...আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিনোদন, মিডিয়া এবং ক্রীড়া বিভাগের বড় বড় সব ক্রীড়াবিদ এবং শীর্ষ ব্যবসায়িক নির্বাহীদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।