২০ মে ২০২৩, ১০:১৭

কোহলিই ক্রিকেটের আসল রাজা: আমির

বিরাট কোহলি ও মোহাম্মদ আমির  © সংগৃহীত

চার বছর পর আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পান কোহলি। আইপিএলে নিজের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। কোহলির এই ইনিংসের কল্যাণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির নান্দনিক এমন ইনিংস দেখে ব্যাটিংয়ের প্রশংসায় মেতেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। 

বৃহস্পতিবার (১৯ মে) রাতে ৬৩ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ভারতীয় তারকা। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। 

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘এই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কোহলির কোনো তুলনাই হয় না। কোহলির অর্জনগুলো অবিশ্বাস্য। আজ (গতকাল) সে আরো এক কীর্তি অর্জন করল। এই সেঞ্চুরি খুবই বিশেষ ছিল কারণ এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বেঙ্গালুরুর জন্য এবং কোহলি জ্বলে উঠল।’

পাক পেসার আরো বলেন, ‘যে ধরনের শট সে খেলেছে তা অবিশ্বাস্য। তার ক্লাস সম্পর্কে আমরা জানি এবং একজন বড় খেলোয়াড় কঠিন সময়ে সবসময়ই জ্বলে। চার বছর পর সে প্রথম সেঞ্চুরি করল, টুর্নামেন্ট ইতিহাসে যা তার ষষ্ঠ সেঞ্চুরি। সে ক্রিকেটের আসল রাজা। সে যদি আরো পাঁচ বছর খেলে, জানি না কত রেকর্ড সে ভাঙতে চলেছে...।’

আইপিএলে প্লে-অফ নিশ্চিতের জন্য সবগুলো ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। তাই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত বৃহস্পতিবার জয়ের বিকল্প ছিল না।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে চার বল হাতে রেখেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালোর। ৬৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০০ রান করে জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি।