‘ইংল্যান্ডে যাচ্ছি, আপনার প্রার্থনায় রাখবেন’
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রতিপক্ষ ইংল্যান্ড নয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এর আগে দুই ভাগে দেশ ছেড়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরা। তবে দুই বহরের সঙ্গে যাননি লিটন দাস। তবে মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারকা এ ব্যাটার।
গতকাল রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন লিটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লিটন লিখেছেন, ‘ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।
মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। মোস্তাফিজ ভারত থেকে ইংল্যান্ড নয়, ফিরবেন আবার ঢাকায়। দেশে ফিরে ৪ মে সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে লন্ডনে যাবেন।
এদিকে, ছুটি নেওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন: আয়ে মেসি-এমবাপ্পেকে টপকে গেলেন রোনালদো
মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম ওয়ানডে ৯ মে। বাংলাদেশ কিছুটা আগে যাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। যদিও প্রতিপক্ষ শক্তিশালী নয়। তারপরও বাংলাদেশ দল তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই লড়াই করতে চায়।
এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।