আইপিএলে না গিয়ে শিশিরের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আইপিএল খেলার জন্য ছাড়পত্র পাননি সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরুতেই বলেছেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। তবে খেলার সুযোগ থাকলেও সাকিব এবারের আসরে খেলবেন না বলে জানা গেল। আইপিএলে না গিয়ে এবার তার সঙ্গে একটি বিজ্ঞাপনে যোগ দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। ক্রিকেটার সাকিব নাম লেখাচ্ছেন একের পর এক বাণিজ্যিক পণ্যের চুক্তিতে।
সোমবার (৩ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে দেখা যায়, ইয়ামাহা এফজেডএস-এর ভার্সন থ্রি ডিলাক্স এডিশনের বিজ্ঞাপন করছেন তিনি। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন এই এডিশনটি উদ্বোধন করতে উন্মুখ হয়ে আছি।
অবশ্য স্ত্রীর সঙ্গে এর আগে তিনি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। মাঝে দুজনকে একসঙ্গে অনেকদিন ছোটপর্দায় দেখা না গেলেও সেই সময়ের রেশ টেনেছেন তারা।
বিভিন্ন ইতিবাচক কিংবা নেতিবাচক ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামে আসেন তারকা এই ক্রিকেটার। বিজ্ঞাপনে অনেক সময় ব্যয় করাও সেই আলোচনার একটি। সেই মাঠের বাইরেও সাকিব আলোচনা থেকে হারিয়ে যান না। বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে অনুশীলনে সাকিবের সময় না দেয়া কিংবা কোনো সিরিজের আগে ফটোসেশনে না থাকা, এমন অভিযোগ তো প্রায়ই আসে তার বিরুদ্ধে।
অনেকেই ধারনা করছিলেন এটাই হয়তো শেষ আইপিএল হতে যাচ্ছে সাকিবের। এর পরের বারে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয় অনেকেই। কারণ, এবারের নিলামেই প্রথম দফায় সাকিব অবিক্রীত অবস্থায়ই ছিলেন।
এদিকে সাকিব পুরো আইপিএল থেকে সরে গেলেও কেকেআরে সুযোগ পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস নাকি খেলতে চেয়েছেন। বাংলাদেশের ম্যাচ না থাকার সময়টায় আইপিএলে যতটুকু সুযোগ পাওয়া যায়, ততটুকুই খেলতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।