বৃষ্টির পর ১৭ ওভারে নেমে এলো দ্বিতীয় টি-টোয়েন্টি
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ঘরের মাঠে লিটন-তাসকিনদের সামনে উঁকি দিচ্ছে আরেকটি সিরিজ জয়ের হাতছানি। তবে বৃষ্টির থাবায় আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয় নি। কিছুক্ষণ বৃষ্টির পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে খেলা। এর আগে ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারে, এবার সেটি নেমে এলো ১৭ ওভারে। খেলা শুরু হবে ৩-৪০ মিনিটে।
এর আগে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
৬ ওভারের পরিবর্তে পাওয়ারপ্লে এখন হবে ৫ ওভারের। দুজন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৪ ওভার করে। বাকিরা করতে পারবেন সর্বোচ্চ ৩ ওভার করে।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অদম্য শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল।সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেছিল বাংলাদেশ দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচেই। দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই করেন মারকাটারি ব্যাটিং।
সিরিজ জয়ের লক্ষ্যে আজ আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে একটি পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর লক্ষ্যে একাদশ সাজিয়েছে আইরিশরা। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে এসেছেন ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার, হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ফিওন হ্যান্ড , বেন হোয়াইট ও গ্র্যাহাম হাম।