টি–টোয়েন্টিতে অনন্য রেকর্ড রশিদ খানের

টি–টোয়েন্টিতে অনন্য রেকর্ড রশিদ খানের
টি–টোয়েন্টিতে অনন্য রেকর্ড রশিদ খানের  © সংগৃহীত

ক্রিকেট ফর্মেটের সব জায়গাতেই দাপট দেখিয়ে বেড়ানো রশিদ এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়লেন এক অনন্য কীর্তি। টানা একশ বলে কোনো বাউন্ডারি হজম না করে বিরল এক রেকর্ড গড়েছেন রশিদ। ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ডও নামের পাশে যোগ করেছেন তিনি। 

সোমবার (২৭ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে  এ রেকর্ড গড়েন রশিদ।

ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিপক্ষের শিবিরে মূর্তিমান আতঙ্কের নাম আফগান লেগ স্পিনার রশিদ খান। ফ্র্যাঞ্চাইজি কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতেই দাপট দেখিয়ে বেড়ান রশিদ। 

রশিদ খান বাউন্ডারি না খেয়ে ১০০ বলে ডট দিয়েছেন ৪৭টি। আর এই ১০০ বলে তিনি দিয়েছেন ৯৮ রান। উইকেট নিয়েছেন ৪টি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তাই শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে ব্যাটে-বলে জ্বলে উঠে রশিদ-নবীদের হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা এড়ায় পাকিস্তান।

ভিন্ন রকম সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রশিদ

আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (সোমবার) তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৬৬ রানে। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে ধরাশায়ী করতে পারেনি আফগান বোলাররা। পাকিস্তান ব্যাটার সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯, ইফতেখার আহমেদের ৩১ ও ইনিংসের শেষ দিকে অধিনায়ক শাদাব খানের ২৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সম্মানজনক পুঁজি পায় পাকিস্তান।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। পরবর্তীতে মোহাম্মদ নবি ও উসমান ঘানি দলকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।


সর্বশেষ সংবাদ