মেসির নামে ক্রীড়া কমপ্লেক্স করল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন
লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। আর তাই ফুটবলের খুদে জাদুকরকে নানা ভাবে সম্মান জানানো হচ্ছে দেশটিতে।
সেই সম্মাননার ধারাবাহিকতা এবার মেসির নামে একটি ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে ‘টিওয়াসি স্পোর্টস’ বলেছে, এএফএ-এর নতুন ক্রীড়া কমপ্লেক্সের হাউজিং এবং এর সংশ্লিষ্ট সব স্থাপনা এখন থেকে মেসির নাম বহন করবে। এই ক্রীড়া কমপ্লেক্সে প্রায় ২০ বছর ধরে যাতায়াত আছে তার।
এরইমধ্যে ক্রীড়া কমপ্লেক্সের নতুন ভবনের নামফলক উন্মোচন করেছেন মেসি। এরপর এফএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এবং বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ সারবেন আর্জেন্টিনা অধিনায়ক। সেখানে পেশাদার লিগের ২৮টি প্রতিষ্ঠান থেকে দুইজন করে পুরুষ ও নারী ফুটবল দলের প্রতিনিধিরা মেসির সঙ্গে মতবিনিময় করবেন।