দুবাইয়ে হিরো আলমের সঙ্গে স্বর্ণের দোকান উদ্বোধন করবেন সাকিব
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয় বাংলাদেশের। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ। নিজেদের মাঠে আশার আলো জাগিয়ে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে এই ম্যাচ শেষ করেই দুবাইয়ের বিমান ধরবেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে নতুন সোনার দোকানের উদ্বোধনে সাকিবের সঙ্গে সেখানে থাকবেন হিরো আলম।
বুধবার (১৫ মার্চ) দেশটির নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন সাকিব। এর আগে, দুবাইয়ে একই দোকান উদ্বোধন করতে যাচ্ছেন জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেন আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম।
স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়াও ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দে
শের আরও কয়েকজন ক্রিকেটারের উপস্থিত থাকার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে কাল উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের সেই প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান। সাকিবের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম।
জানা গেছে, সাকিব ছাড়াও একঝাঁক তারকা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। থাকবেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেলের মতো আরো অনেকে।
এ উপলক্ষে সাকিব ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন।
আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে আরাভ খান তাঁর দুবাইয়ের বাড়িতে হরিণ জবাই দিয়ে শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত দাওয়াত খাওয়াচ্ছেন। এ নিয়ে তিনি নিয়মিত ফেসবুক লাইভও করছেন। সাম্প্রতিক সময়ে দুবাই পৃথিবীর স্বর্ণের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দুবাইপ্রবাসী অনেক বাংলাদেশি যেমন সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন, তেমনই আবার স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কিছু প্রবাসী।