০৩ মার্চ ২০২৩, ১৬:২৫

৩২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই আউট লিটন-শান্ত

  © সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৩২৭ রানের তার্গেটে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম ওভারে লিটন কুমার দাস ও নাজমুল হাসান শান্তকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে রয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

এর আগে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ফিফটির সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করেছে ইংল্যান্ড।  বাংলাদেশের মাটিতে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। 

এই সিরিজে টিকে থাকতে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এই সংস্করণে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ, ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই ভেন্যুতে  ৩০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের ঘটনা আছে মাত্র দুইটি। ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ২০১৪ এশিয়া কাপে বাংলাদেশের করা ৩২৬ রান টপকে যায় পাকিস্তান।