রোনালদোর তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, শীর্ষে আল নাসের

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো  © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিতেই বদলে গেল আল নাসের। রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে লিগে শীর্ষস্থানে উঠে এসেছে দলটি। এ নিয়ে সৌদি লিগে মোট ৮টি গোল করে ফেললেন রোনালদো। যার মধ্যে হ্যাটট্রিকের সংখ্যা দুটি। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সিআরসেভেন। সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের সবগুলো গোলই এসেছে রোনালদোর পা থেকে।

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের

রোনালদো তার প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ এই তারকা। এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।

আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন, দেখে নিন স্কোয়াড

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। সৌদির ক্লাবে আসার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো।


সর্বশেষ সংবাদ