সপরিবারে ওমরাহ পালন করছেন মিরাজ
পরিবার নিয়েই ওমরা পালন করতে গিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বিপিএল শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখনও ব্যস্ত ওমরাহ পালন করা নিয়ে। বিপিএল চলাকালে তিন দিনের সময় পেয়ে ওমরাহ পালন করে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরাম শরীফে নামাজ শেষে সেখান থেকে নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন এই অফস্পিনার। এই অফস্পিনার নিজের পুরো পরিবার নিয়েই গিয়েছেন ওমরাহ পালন করতে।
যেখানে তিনি লিখেছেন, ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তার পথে জীবন পরিচালনা করেন।’
আরও পড়ুন: তুরস্ক ভূমিকম্পে মারা গিয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু
জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম বিপিএল শেষে ওমরাহ পালন করতে গিয়েছেন। এই পেস বোলারের ওমরাহ পালনের সংবাদ আসতে না আসতে জানা গেল, মুসলিমদের ধর্মীয় এই কার্যক্রম পালন করতে গেছেন আরেক জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।