ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে চমক হৃদয়, বাদ ইয়াসির-বিজয়

তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয়  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমবারের মত বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন তৌহিদ হৃদয়। ব্যাট হাতে এবারের বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স তৌহিদ হৃদয়ের। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন অধিনায়ক হয়েই। বাদ পড়েছেন ইয়াসির আলি, নাসুম আহমদে, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়। এবার ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ১৪ জনের।

ইংল্যান্ডের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে তৌহিদ হৃদয় জাতীয় দলে ডাক পাবেন বলেও ধারণা করা হচ্ছিল। কিন্তু অনেকটাই চমক উপহার দিয়ে ২২ বছর বয়সী ব্যাটসম্যানকে নেওয়া হয়ে বাংলাদেশ ওয়ানডে দলে। এবারের বিপিএলে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হৃদয়। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চার ম্যাচে। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম আবার সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

দলে ফিরেছেন: তামিম ইকবাল, তাইজুল ইসলাম।

বাদ: ইয়াসির আলি, নাসুম আহমদে, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: সাকিবকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় শান্ত

নতুন মুখ: তৌহিদ হৃদয়

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আর্চার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রাশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence