বইমেলায় ইউজিসির স্টল, বিক্রয়যোগ্য বই ৭৫টি

বইমেলায় ইউজিসির স্টল, বিক্রয়যোগ্য বই ৭৫টি
বইমেলায় ইউজিসির স্টল, বিক্রয়যোগ্য বই ৭৫টি  © ফাইল ছবি

অমর একুশে বইমেলা-২০২৩ এ অংশ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষা স্তরের বিক্রয়যোগ্য ৭৫টি পাঠ্যপুস্তক, গবেষণা ও অনুবাদ গ্রন্থ নিয়ে স্টল বরাদ্দ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর বাইরে ইউজিসির স্টলে বিভিন্ন সময়ে কমিশনের প্রকাশিত দুই শতাধিক পাঠ্যপুস্তক ও অনুবাদ গ্রন্থ প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ইউজিসি স্টল (৮৭৯-৮৮০) পরিদর্শন করেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

এ সময় ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা

এবারের বইমেলায় ইউজিসি প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশের উচ্চশিক্ষায় অর্জন, ডিপ লার্নিং ফান্ডামেন্টালস, নিউক্লিয়ার পাওয়ার ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, ডিজিটাল লজিক ডিজাইন, টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নেশানস।

সাংগঠনিক আচরণ, স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট ইন সার্চ অব এক্সিলেন্স, ইন্ট্রোডাকশন টু ওপেন চ্যানেল হাইড্রোলিক্স, বিকিরণ পদার্থবিদ্যা, হাজী শরীয়ত উল্লাহর ফরায়েজী আন্দোলনের ইতিহাস, মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ ইত্যাদি।


সর্বশেষ সংবাদ