কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল: আফ্রিদি

শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা ও শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে
শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা ও শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে  © সংগৃহীত

কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা ও শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বাগদান সেরেছিলেন দুই বছর আগেই। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। করাচির জাকারিয়া মসজিদে বিয়ে পড়ানো হয়। এরপর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়ের বিয়ের পর শহীদ আফ্রিদি বলেন, কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল, কারণ তারা ফোটে মহান আশীর্বাদ নিয়ে। 

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী আনশা মাঝেমাঝেই খেলা দেখতে আসেন মাঠে। সেই আনশার সঙ্গেই বৃহস্পতিবার মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচি মসজিদে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহিন।

মেয়ের বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন শহীদ আফ্রিদি। আনশা-শাহিনের বিয়ের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‌‌‘কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল, কারণ তারা ফোটে মহান আশীর্বাদ নিয়ে। কন্যা আপনার সাথে হাসবে, স্বপ্ন দেখবে এবং আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসবে। বাবা হিসেবে আমি আমার মেয়েকে শাহিনের সাথে বিয়ে দিলাম। তাদের দুজনকেই অভিনন্দন।

শাহিন আফ্রিদির বিয়েতে বিয়েতে বসেছিল তারকার মেলা। অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, নাসিম শাহসহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। সাবেকদের মধ্যে ছিলেন শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজ। বিয়েটির বেশকিছু ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

আরও পড়ুন: শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি

বর্তমানে ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে আছেন তারকা এ পেসার। ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান শাহিন আফ্রিদি। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ২৫ টেস্টে ৯৯, ৩২ ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট নিয়েছেন তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence