দলবদলের রেকর্ড দামে আর্জেন্টিনার এনজোকে কিনল চেলসি
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজকে কিনে নিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলবদলের রেকর্ড গড়ে আকাশছোঁয়া দামে তাকে টেনেছে দলটি। এজন্য ১২০ মিলিয়ন ইউরো (১০৫ মিলিয়ন পাউন্ড) বা ১ হাজার ৩৯৯ কোটি টাকা গুনেতে হচ্ছে তাদের।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্তুগিজ ক্লাব বেনফিকা এ ঘোষণা দিয়েছে। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জ্যাক গ্রিয়ালিশ। ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ২০২১ সালে তাকে কেনে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা থেকে ম্যানসিটিতে যোগ দেন তিনি।
দীর্ঘমেয়াদে ফার্নান্দেজকে টেনেছে চেলসি। সব ঠিক থাকলে ২০৩১ সাল পর্যন্ত থাকবেন তিনি। ২০২২ সালে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। টুর্নামেন্টে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন এই মিডফিল্ডার।
ব্যক্তিগতভাবেও চেলসিতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন ফার্নান্দেজ। নিজ ক্লাব বেনফিকাকে চুক্তিতে পৌঁছতে প্ররোচিত করেন ২২ বছর বয়সী এ তারকা। এ নিয়ে মৌসুমে সপ্তম খেলোয়াড় কিনলো চেলসি। ২০২২ সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে বেনফিকায় আসেন ফার্নান্দেজ। দলটির হয়ে ২৯ ম্যাচে ৪ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন।