সরফরাজের সাফল্যে মুশফিকের টুইট
সরফরাজ বীরত্বে সিরিজ হার এড়ায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়ে ভাসছেন প্রশংসার জুয়ারে। বাংলাদেশি তারকা ব্যাটার মুশফিকুর রহিমও সরফরাজের সাফল্যে খুশি হয়েছেন। মুশফিকুর রহিম আর সরফরাজ আহমেদের দেশ ভিন্ন। তবে দলে তাদের ভূমিকায় উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট হাতে জ্বলে উঠা একই। দল থেকে বাদ পড়ার দীর্ঘদিন পর রাজকীয় সাফল্যে পেয়েছেন সরফরাজ। যা দেখে উচ্ছসিত মুশি।
করাচিতে সরফরাজের সেঞ্চুরিতে প্রশংসায় মজেছেন পাকিস্তানে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এবার সরফরাজের প্রশংসায় মাতলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ হলেও ঘরের মাঠে ছিল তার প্রথম সাদা পোশাকের ম্যাচ। সেই ম্যাচটা স্মরণীয় করেছেন দুই ম্যাচে অর্ধশত রান করে। পরের ম্যাচে খেলেছেন শতরানের একটি ইনিংস। তার এই ব্যাটিং দৃঢ়তায় মান বাঁচিয়ে ম্যাচটি ড্র করতে সমর্থ্য হন বাবর আজমরা।
অথচ তিন বছর আগে অধিনায়কত্ব হারানোর পর দল থেকেও বাদ দেওয়া হয় তাকে। সরফরাজের মতোই একই বৃত্তে বন্দী এখন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে টাইগারদের জার্সিতে এখনও মুশি অন্যতম ভরসা। তবে রঙিন পোশাকের ক্রিকেটে তিনি যেন দলের কাঁটা হয়ে উঠছিলেন। ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে নিয়েছেন অবসর। তবু ওয়ানডেতে এখনও তার ব্যাটিং নিয়ে সমালোচনা হয় সামজিক যোগাযোগ মাধ্যমে।
Allah ka shukar hai bhai thanks @mushfiqur15 ❤️❤️ https://t.co/iZEYiO7aho
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) January 8, 2023
সরফরাজের এমন প্রত্যাবর্তনের দিনে তাই উচ্ছাস প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন মুশফিক। নিজ টুইটারে হ্যান্ডেলে মুশফিক লেখেন,‘মাশাহ আল্লাহ। তোমাকে জাতীয় দলে ফিরতে এবং রান করতে দেখতে পেয়ে খুশি হলাম। এগিয়ে যাও।
আরও পড়ুন: বিসিবির প্রেসিডেন্ট হতে চান সাকিব
রিটুইট করে সরফরাজ লিখেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া। ভাই ধন্যবাদ।’
সরফরাজের পাশে দাড়ানোয় মুশফিককে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। মুশফিকের টুইট শেয়ার করে কৃতজ্ঞতাও জানাচ্ছে পাক ভক্তরা।
চার ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করা সরফরাজ টপকেছেন ১৯৮০ সালের রেকর্ড। ২০১৯ এ একাদশে জায়গা হারিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকান সরফরাজ আহমেদ। করাচি টেস্টের দুই ইনিংসে এক সেঞ্চুরি এবং ফিফটিতে সরফরাজ করেছেন ১৯৬ রান। দুই ম্যাচের সিরিজে সরফরাজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে সবমিলিয়ে মোট ৪৩ ঘণ্টা ৩৩ মিনিট মাঠে কাটিয়েছেন।
ম্যাচ সেরা পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তিন ফিফটি এবং এক সেঞ্চুরিতে ৮৩.৭৫ গড়ে রান করেছেন ৩৩৫ রান করে সিরিজ সেরাও হয়েছেন সরফরাজ।