সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দুইদিন আগেই সাকিব আল হাসান তীর্যক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, একটা যা তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ আরো ভালো হয়।
সাকিবের এমন তীর্যক মন্তব্যের পর এবার মুখ খুললেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেয়া হবে। সাকিব যদি চায় তাহলে সামনে বছর থেকেই বিপিএল সিইওর দায়িত্ব পালন করুক।এসে বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক। এখন সে খেলছে, খেলা ছেড়ে তো আসতে পারবে না। তাই পরবর্তী বছর চলে আসুক।
আরও পড়ুন: ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন
সোহেল আরও বলেন, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে কাজ করেও জনগনকে সন্তুষ্ট করতে পারেননি। অনেকে বলে উন্নতি হয়নি। সিনেমা দেখে বাস্তবতা পূরণ হয় না। যেহেতু গভর্নিং কাউন্সিলের ভূমিকা এখানে কিছু নেই। পরবর্তী বছর সে সিইও হিসেবে আসুক।
এর আগে গত ৪ জানুয়ারি বিপিএল নিয়ে সমালোচনা করেছিলেন সাকিব। ডিআরএস প্রযুক্তির অভাব এবং ভালো মানের বিদেশি প্লেয়ারদের এ টুর্নামেন্টে অনাগ্রহের পেছনে সাকিব আয়োজকদের দায় দিয়েছেন। সাকিব জানিয়েছিলেন প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে মাত্র দুমাসে সব বদলে ফেলতেন তিনি।