পাইপলাইনের সংকট বিপিএলে, নাসির-শুভাগত-ইয়াসিরও অধিনায়ক!

বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দলের অধিনায়করা
বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দলের অধিনায়করা  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম আসর বসেছিল এক যুগ আগে। দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে সাড়া ফেলেছিল বিপিএল। বিসিবি কর্তারা বলতেন, মানের দিক থেকে আইপিএলের পরই বিপিএল।

কিন্তু গত কয়েক বছরে কেবল পিছন দিকেই হেটেছে বিপিএল। পরিণত হয়েছে দেশের অন্য সাধারণ কোনো লীগে। এখন বিসিবি কর্তারাই বলছেন, বিপিএল মানে অন্যসব বিদেশি লীগের চেয়ে পিছিয়ে।

বিসিবির অবহেলায় বিপিএল পরিণত হয়েছে সমালোচনার লক্ষ্যবস্তুতে। দর্শকরা যেমন সমালোচনা করছেন, তেমনি সমালোচনার আগুনে যেন ঘি ঢালছেন ক্রিকেটাররাও।

বিপিএলের আসন্ন আসর নিয়েও চলছে সমালোচনা। এবারের সমালোচনায় সবচেয়ে বড় হয়ে উঠেছে দলগুলোর অধিনায়কদের নিয়ে। টি-টুয়েন্টি ফরমেটের এই লীগে দলগুলো এমন ক্রিকেটারদের অধিনায়কের দায়িত্ব দিয়েছে যাদের কেউ কেউ নেউ জাতীয় দলের রাডারে, আবার কেউ কেউ জাতীয় দলের হয়ে দু’চারটি ম্যাচ খেললেও টি-টুয়েন্টিতে বলার মতো কোনো ইনিংস নেই তাদের।

আসন্ন বিপিএলে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক করা হয়েছে নাসির হোসেনকে। দীর্ঘদিন ধেরে জাতীয় দলের বাইরে থাকা বিতর্কিত এ ক্রিকেটার অধিনায়কত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

‘আমার খুব সুন্দর লাগছে, অধিনায়কত্ব ওয়াও ফিলিংস‘ এভাবে ক্যামেরার সামনে নিজের অনভূতি প্রকাশ করেন এ ক্রিকেটার।

তিনি বলেন, সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাইব। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। এর আগেও আমি অধিনায়কত্ব করেছি। প্রতি টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে তা ক্যারিয়ারের জন্যও ভালো হবে। লক্ষ্য থাকবে, নিজের সঙ্গে যেন দলও ভালো ফল করে।’

অন্যদিকে খুলনা টাইগার্স তাদের অধিনায়কের দায়িত্ব দিয়েছে জাতীয় দলের হয়ে সব ফরমেটে ব্যর্থ ইয়াসির আলীকে। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের দায়িত্ব পাওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন খুলনার টাইগার্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম।

জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার শুভাগত হোম চৌধুরীকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে শুভাগত জানালেন দল নিয়ে তাঁর ভাবনার কথা, ‘সবার যে লক্ষ্য, আমারও সেই লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। ‘

বিপিএলে রংপুরের অধিনায়কত্ব পেয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় দলের আরেক সমালোচিত উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রথম শ্রেণির ক্রিকেট ও ঢাকা প্রিমিয়ার লিগে এর আগে অধিনায়কত্ব করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। কদিন আগে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। নুরুলের বার্তাটা ছিল এমন, ‘ট্রফি এখনো ধরিনি। যদি চ্যাম্পিয়ন হই, তাহলেই ধরব। আমাদের দল তরুণ, উদ্যমী। দলে অনেক অলরাউন্ডার আছে। মাঠে একশ ভাগ দিলে ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও ইমরুল কায়েসের নেতৃত্বেই খেলবে। নতুন দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতবারের মতো এবারও সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে ফরচুন বরিশাল। তবে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাকিবের অনুপস্থিতিতে এসেছেন দলটির সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


সর্বশেষ সংবাদ