০৪ জানুয়ারি ২০২৩, ১২:৩০

সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেললেন রোনালদো

সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেললেন রোনালদো
সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো  © ইন্টারনেট

সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর আনুষ্ঠানিক পরিচয়-পর্ব সম্পন্ন হয়েছে। সে অনুষ্ঠানে ভুল করে বসেছেন পর্তুগিজ তারকা। সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেন তিনি।

আল নাসরের সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ১০-১৫ বছরে ফুটবল অনেক পাল্টে গেছে। সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথাও বলা যায়। ম্যাচ জেতা সহজ না। ফুটবল পাল্টে গেছে। দক্ষিণ আফ্রিকায় আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। লোকে কী বলল তা নিয়ে মোটেও ভাবি না।

গোল ডট কম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে পরিচয়-পর্ব অনুষ্ঠানে একটা ভুল করে বসেছেন পর্তুগিজ তারকা। এটিকে বলা হচ্ছে অনিচ্ছাকৃত দুর্ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন শিরোনাম করেছেন, ‘ভুল মহাদেশ, ক্রিস্টিয়ানো!’