৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯

বাংলাদেশ থেকে ফিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক  © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই ব্যাট হাতে অবদান রাখেন তিনি। প্রথম টেস্টে এক ইনিংসে ব্যাট করে খেলেন ৪৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টে ছিলেন আরও দুর্দান্ত।

ওই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি তিন অংকের ঘর। ফিরেছেন ৯৩ রানে। অবশ্য পরের ইনিংসে করেন মাত্র ৯ রান। বলছিলাম ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের কথা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ঢাকা থেকে দলের সঙ্গে দিল্লি ফেরেন পান্তও। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা খেলে মাথায় চোট লাগে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার।