এক নজরে দেখে নিন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। মার্চে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।
বিসিবি নিশ্চিত করার পর মঙ্গলবার সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের খেলা।
এর আগে নিরাপত্তা শঙ্কা কাটিয়ে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলো ১-১ সমতা।
এবার লাল বলের কোনো ম্যাচ নেই। পয়লা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডে। পরের ম্যাচ একদিন পর। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ তারিখ। চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। খেলা ১২ ও ১৪ তারিখ। ওয়ানডে সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছে ইসিবি।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
১ম ওডিআই: ১ মার্চ (ঢাকা)
২য় ওডিআই: ৩ মার্চ (ঢাকা)
৩য় ওডিআই: ৬ মার্চ (চট্টগ্রাম)
১ম টি-টোয়েন্টি: ৯ মার্চ (চট্টগ্রাম)
২য় টি-টোয়েন্টি: ১২ মার্চ (ঢাকা)
৩য় টি-টোয়েন্টি: ১৪ মার্চ (ঢাকা)