২৬ ডিসেম্বর ২০২২, ১২:১২

বিপিএল ২০২৩ খেলার সময়সূচী

বিপিএল খেলার সময়সূচী  © সংগৃহীত

আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবম আসর। ভারতের বিপক্ষে সিরিজ শেষ হলেও খুব বেশিদিন বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা। এক বিবৃতিতে বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। তাছাড়াও সেদিনই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএলের সূচি ঘোষণা করে। সাত দলের অংশগ্রহণে এবারের আসরে মোট ম্যাচ হবে ৪৫টি।

৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ম্যাচগুলো। ৭ দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৫টি। 

গতবারের মতো এবারো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হবে ১০ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৩-২০ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। এরপর আবারো ঢাকায় ফিরবে বিপিএল। 

আরও পড়ুন: আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে দলে রাখবে না অ্যাস্টন ভিলা

২৩ ও ২৪ জানুয়ারি চারটি ম্যাচ শেষে দুই দিনের বিরতি দিয়ে ২৭ জানুয়ারি থেকে খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৩১ জানুয়ারি পর্যন্ত ৮টি খেলা শেষে  ঢাকায় শুরু হবে বিপিএলের শেষ ভাগ। ৩ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চল প্রথম রাউন্ডের খেলা।

এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের। ফাইনালসহ প্লে-অফে সবগুলো ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

শনিবার থেকে বৃহস্পতিবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। তবে ছুটির দিন শুক্রবারে প্রথম ম্যাচ শুরু  হবে বেলা আড়াইটায় আর শেষ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সোয়া ৭টায়।

বিপিএল ২০২৩ খেলার সময়সূচী

5 জানুয়ারি ২০২৩ দুপুর ০২ঃ০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল ঢাকা

6 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭ঃ০০ খুলনা টাইগার্স বনাম ঢাকা স্টারস ঢাকা

7 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা

8 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা স্টারস ঢাকা

9 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ ফরচুন বরিশাল বনাম ঢাকা স্টারস ঢাকা

11 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স  ঢাকা

12 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ সিলেট সানরাইজার্স বনাম ঢাকা স্টারস   ঢাকা

13 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল ঢাকা

14 জানুয়ারি ২০২৩ দুপুর ০২ঃ০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স  চট্টগ্রাম

15 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭ঃ০০ সিলেট সানরাইজার্স বনাম ঢাকা স্টারস চট্টগ্রাম

16 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল চট্টগ্রাম

17 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স চট্টগ্রাম

18 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম 

19 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল চট্টগ্রাম

21 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা স্টারস চট্টগ্রাম

22 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল চট্টগ্রাম

23 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা

24 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা

25 জানুয়ারি ২০২৩ দুপুর ০২ঃ০০ সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল ঢাকা

26 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭ঃ০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা স্টারস ঢাকা

27 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০  কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল সিলেট

27 জানুয়ারি ২০২৩  সন্ধ্যা ০৬ঃ৩০  খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স সিলেট

28 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০   চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা স্টারস  সিলেট

29 জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল সিলেট

30 জানুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ খুলনা টাইগার্স বনাম ঢাকা স্টারস সিলেট

4 ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স সিলেট

5 ফেব্রুয়ারি ২০২৩  দুপুর ০২ঃ০০ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা

6 ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭ঃ০০ ফরচুন বরিশাল বনাম ঢাকা স্টারস ঢাকা

7 ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স ঢাকা

8 ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা

9 ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১ঃ৩০ নির্মূলকারী ঢাকা

10 ফেব্রুয়ারি ২০২৩  সন্ধ্যা  ০৬ঃ৩০ ১ম কোয়ালিফায়ার ঢাকা

12 ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬ঃ৩০ ২য় কোয়ালিফায়ার ঢাকা

16 ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭ঃ০০ ফাইনাল ঢাকা