২৫ ডিসেম্বর ২০২২, ১১:১৫

জমে উঠেও হয়নি, ঢাকা টেস্টেও বাংলাদেশের হার

ঢাকা টেস্টেও বাংলাদেশের হার  © ফাইল ছবি

ঢাকা টেস্টের চতুর্থ দিন রোমাঞ্চ ছড়িয়েও শেষমেষ হেরে যায় টাইগাররা। মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। রবিবার (২৫ ডিসেম্বর) পৌষের সকালে মিষ্টি রোদ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শকদের কাছে। টেস্ট ম্যাচের শুরুতে হাজারো দর্শকের নজিরবিহীন উপস্থিতি ইতিহাসের সাক্ষী হতে।

এদিন সব কিছুই হচ্ছিল নিজেদের চাওয়া মতো। শুরুতেই দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। জমে উঠেছিল ম্যাচও। তবে ক্যাচ মিসের পর একটু একটু করে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।

তিন উইকেটের জয় নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। সফরকারীদের অষ্টম উইকেট জুটি ভাঙার সুযোগ স্বাগতিকরা পেয়েছিল অনেক আগেই। ১ রানে জীবন পাওয়া রভিচন্দ্রন অশ্বিন ৪২ রানে অপরাজিত থাকেন। ৪৭তম ওভারে মিরাজকে দুটি চার ও এক ছয়ে ১৬ রান তুলে চতুর্থ দিনের প্রথম সেশনেই তুলে নেন জয়।

আরও পড়ুন: রুবেলের সঙ্গে টেস্ট থেকে অবসরে আরও এক পেসার

শ্রেয়াস আয়ার ২৯ রানে অপরাজিত থাকে। ৫ উইকেট পাওয়া মিরাজের বলে শর্ট লেগে অশ্বিনের ক্যাচ ছাড়েন মুমিনুল হক। 

২০২২ সালের শুরুতে এসেছিল অভাবনীয় এক সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশ। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর পুরো বছরে লাল বলে আর জয় পায়নি সাকিব-মুশফিকরা। মিরপুরে ভারতের বিপক্ষে বছর শেষের টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছে আক্ষেপ নিয়ে।

এর আগে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় হারের শিকার হয়েছিল বাংলাদেশ। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই ৩২৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ১৮৮ রানে টেস্ট জিতে নেয় সফরকারীরা।