২৫ ডিসেম্বর ২০২২, ১০:১৭

সাত উইকেট নেই ভারতের, জয়ের জন্য লড়াই টাইগারদের

৫ উইকেট নিয়েছেন মিরাজ  © ইএসপিএন ক্রিকইনফো

সফরকারীরা ১৪৫ রানের লক্ষ্যে নেমে ঢাকা টেস্টের তৃতীয় দিনে চার উইকেটে ৪৫ রান তুলেছিল ভারত। চতুর্থ দিন সকালে আরও তিনজন ব্যাটসম্যান ফিরেছে গেছেন। তৃতীয় দিন শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে নামা ভারতের ব্যাটিংয়ে ধ্বস নামে। 

ভারত দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন শ্রেয়াস আয়ার  ও রবিশচন্দন অশ্বিন। এর আগে গতকাল শেষ বিকেলটি ছিল উত্তেজনার পারদ তুলে রোমাঞ্চ ছড়ানোর। ২২৭ রানে বাংলাদেশের অলআউটের পর ভারতীয় ব্যাটসম্যানদেরও তো স্পিন বল মোকাবিলায় বেগ পেতে হয়েছে।

আরো পড়ুন: যে গল্প শুনে কাঁদলেন মেসি ও তার স্ত্রী

১৪৪ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। এ রান ভারতের জন্য সহজ লক্ষ্য। তবে তৃতীয় দিনের শেষ বিকেলে ২৩ ওভার খেলে ৪৫ রান তুলতে পেরেছে ভারত। শুভমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি- দুই অঙ্কের রানে যেতে পারেননি।

সোহানের দুটি স্টাম্পিং, একটি কট বিহাইন্ড ও মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচে সম্ভাবনার আলো দেখছেন স্বাগতিকরা ডেরায়।  মিরাজ ৮ ওভারে ১২ রান দিয়ে তিনটি উইকেট নেন। অন্যটি গেছে সাকিবের দখলে। আজ মিরাজ আরও দুটি নিয়েছেন। অপরদি সাকিবের।