মাঠে নেমেই বিদায় শান্ত-মুমিনুলের
ভারতের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাঠে নেমেই বিদায় ওপেনার নাজমুল হোসেন শান্ত। এবার ফিরে গেলেন তিন নম্বরে নামা মুমিনুল হকও। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার। দুই উইকেট হারিয়ে এই মুহূর্তে বাংলাদেশের দলীয় রান ৪২।
এর আগে গতকাল ৭ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। তৃতীয় দিন খেলতে নেমে শুরুতেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান নাজুমল হোসেন শান্ত। গতকালে ৫ রানের সাথে আজ কোনো রান যোগ না করেই অশ্বিনের বলে ফেরেন তিনি। তৃতীয় দিনের শুরুতে দলীয় ১৩ রানের মাথায় ফেরেন এ ওপেনার।
আরও পড়ুন: ১৩শ’ শিক্ষার্থীর পাঠদান ১১ কক্ষে
ভারতের প্রথম ইনিংসের লিড পরিশোধ করতে বাংলাদেশ দলের এখনও প্রয়োজন ৪৫ রান। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান এবং জাকির হাসান।
সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেোর। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।