রফিককে টপকে গেলেন সাকিব

রফিক ও সাকিব
রফিক ও সাকিব  © সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। এ ক্ষেত্রে স্বদেশী সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলেছেন সাকিব।

চলমান ঢাকা টেস্টের আগে ভারতের বিপক্ষে রফিক ও সাকিবের সমান ১৫টি করে উইকেট ছিলো। গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দ্বিতীয় দিন (আজ) প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে ৮ ম্যাচে ১৯ উইকেট এখন সাকিবের। ৫ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন রফিক।

ইনিংসের ৮১তম ওভারের বোলিং করতে এসে ভারতের ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে সাকিব আল হাসান। অশ্বিনকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৫০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিত সাকিব আল হাসান

মিরপুর টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে কোনো বিপদ হলে আরও চাপে পড়তো টাইগাররা। সেটি হতে দেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। দেখেশুনে খেলে ৬ ওভার কাটিয়ে দিয়েছেন তারা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫ আর জাকির ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।


সর্বশেষ সংবাদ